শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৪৩ এএম

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাত পেরিয়ে সকাল, শাহবাগ ছাড়েননি বিক্ষোভকারীরা

নিজস্ব প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আজ শনিবার সকালেও অবস্থান করতে দেখা গেছে বিক্ষোভকারীদের। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এরপর ¯েøাগানে ¯েøাগানে রাত পার হয়ে সকাল হলেও আন্দোনকারীদের অবস্থান অনড়।
আন্দোলনকারীরা বলছেন, শীত আমাদের কাছে কষ্ট মনে হচ্ছে না। হত্যাকারীকে যতক্ষণ না ধরতে পারবে আমাদের আন্দোলন চলবে। আমরা এখান থেকে যাব না। 
শুক্রবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, ওসমান হাদি হত্যায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। সরকারের উপদেষ্টারা জনগণের সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। হত্যার পরিকল্পনাকারী,হত্যাকারী ও তাদের ভারতে পালাতে সহায়তাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে অবস্থান চালিয়ে যাবেন।
ওসমান হাদির ভাই ওমর বিন হাদি বলেন, এই হত্যাকান্ডের বিচারে সরকারের আগ্রহ নেই। হত্যার বিচার না হলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি। প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা তাকে দেশের গোয়েন্দা সংস্থা সাহায্য না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থাকে নিযুক্ত করতে হবে।
উল্লেখ্য,শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, লেখক ও শিক্ষক; যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিতি পান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। হাদি জুলাই শহিদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদবিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় আসেন। গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন এবং ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।ছবি সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!