শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনের এবার কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৮:০৩ পিএম

জাকসু নির্বাচনের এবার কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে শুক্রবার সন্ধ্যায়। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।  শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ম্যানুয়ালি কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।
তিনি বলেন, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে। আজ রাতের মধ্যেই ফল ঘোষণা করা হবে। এদিন বিকেল ৫টার দিকে ২১টি হল সংসদের ভোট গণনা শেষ হয়। তবে বিজয়ীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। পরে বিভিন্ন অসঙ্গতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। এর মধ্যে ছাত্র ছয় হাজার ১১৫ এবং ছাত্রী পাঁচ হাজার ৭২৮ জন। এর প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!