শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০৬:৩৯ পিএম

সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, যা জানাল সেনাবাহিনী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩টা ৩২ মিনিটে সেনাবাহিনীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে মিথ্যা ও ভিত্তিহীন কিছু ছবি কার্ড যুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
ক্যাপশনে উল্লেখ্য জানিয়ে আরও লেখা হয়,গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!