স্পোর্টস ডেস্ক: অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ-এমন পরিষ্কার বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, অত্যরাক যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হবে আনুষ্ঠানিকভাবে এমন কিছু শুনিনি।আমাদের মূল কথা,যদি আইসিসি ভারতীয় বোর্ডের সঙ্গে কথা বলে আমাদের ওপর চাপ সৃষ্টি করে; অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা সে অযৌক্তিক শর্ত মানব না।
ভেন্যু পরিবর্তনের বিষয়টি এর আগেও হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর আগে এমন উদাহরণ আছে। পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলেছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদের ভারতে খেলতে বাধ্য করা যাবে না।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :