বুধবার, ১৪ মে, ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে : প্রধান উপদেষ্টা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২৫, ১২:৪১ পিএম

চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চট্টগ্রাম বন্দর সেরা না হলে দেশের অর্থনীতি সেরা হবে না। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় এই বন্দরকে আধুনিক ও শক্তিশালী করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ড. ইউনূস আরও বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির রিদপিন্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়।এর আগে এদিন সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রামের মেয়রসহ অন্য কর্মকর্তারা। তারপর বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। অন্তবর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!