খুলনা মেট্রোপলিটনের আড়ংঘাটা থানার শলুয়া বাজারে সাংবাদিক এমদাদুল হক (৩৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তিনি শলুয়া বাজারে একটি দোকানে বসেছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।ওসি জানান, এমদাদুল হক স্থানীয় দৈনিক প্রবাহ নামে একটি পত্রিকার সাংবাদিক। তাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি প্রেসক্লাবের নামে একটি ঘর তুলেছিলেন। বিক্ষুব্ধ জনগণ সে ঘরটি ভেঙে দিয়েছিল। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। দুর্বৃত্তদের ধরতে প্রচেষ্টা চলছে। এমদাদুল হক এক বছর আগে দৈনিক প্রবাহ পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন বলে নিশ্চিত করেছেন পত্রিকাটির প্রধান প্রতিবেদক নুরজ্জামান।
`

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :