মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল,আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৯:০৯ পিএম

ভূমিকম্পে সচিবালয়ের নতুন ভবনে ফাটল,আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

ভূমিকম্পের কারণে সচিবালয়ে নতুন নির্মিত ১ নম্বর ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। সচিবালয়ের পশ্চিম উত্তর প্রান্তে অবস্থিত এ ভবনে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করেন। ফাটলের কারণে এ ভবনে অফিস করা কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের আতঙ্কের কথা জানিয়েছেন। তবে গণপূর্ত বিভাগের প্রকৌশলীরা জানিয়েছেন,এক নম্বর ভবনে ইটের নির্মিত ৫ ইঞ্চি দেয়ালের কিছু কিছু স্থানে ফাটল ধরেছে।অন্য কয়েকটি ভবনেও এমন ফাটল রয়েছে। এটি ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। শিগগির এ ফাটল মেরামত করা হবে।
সোমবার (২৪ নভেম্বর) ১ নম্বর ভবনে গিয়ে ১০ তলায় ৯৩০ নম্বর কক্ষের দরজার নিচের দিকে উত্তর পাশের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা গেছে।
পলেস্তরা অনেকটাই খসে পড়ে গেছে। এ ছাড়া দশম তলায় ১০০ নম্বর কক্ষের সামনের দেয়ালের মাঝামাঝি ফাটল দেখা গেছে। 
একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শত কোটি টাকায় নির্মিত এই নতুন ভবনে ফাটল অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। কারণ এটি চালু হওয়ার এক বছর পার হয়নি।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুনতাসির মামুন বলেন, এক নম্বর ভবনের ফাটল আমরা দেখেছি। বিশেষজ্ঞরা এটি পরীক্ষা-নিরীক্ষাও করেছেন। ইটের তৈরি ৫ ইঞ্চি পুরু দেয়ালে এই ফাটলগুলো দেখা দিয়েছে। পিলারসহ ভবনের যে মূল স্ট্রাকচার সেখানে এমন কোনো ফাটল দেখা যায়নি। তাই যে ফাটলগুলো দেখা দিয়েছে, সেগুলো ভবনের জন্য ঝুঁকিপূর্ণ নয়। প্রসঙ্গত, সচিবালয়ে ৪৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ২০ তলাবিশিষ্ট এক নম্বর ভবন। নির্মাণকাজ শেষ হওয়ার পর চলতি বছরের মে মাসে এ ভবনের কার্যক্রম শুরু করে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।ছবি-সংগৃীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!