শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

বেপরোয়া কার এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো, নিহত ১

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৯:৫০ পিএম

বেপরোয়া কার এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো, নিহত ১

নিজস্বপ্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে একটি প্রাইভেটকার নিচের সড়কে ছিটকে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চার যাত্রীও আহত হয়েছেন।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নিমতলা মোড়ের এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। 
দুর্ঘটনায় নিহত পথচারীর নাম শফিক (৫৫)। তিনি বন্দর কর্মী ও স্থানীয় বাসিন্দা ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান,প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে এক্সপ্রেসওয়ে অতিক্রম করছিল। নিমতলা মোড়ে পৌঁছার পর এক্সপ্রেসওয়ের সীমানা দেওয়ালের অংশ ভেঙে সেটি নিচে পড়ে যায়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, নিহত পথচারী শফিক সাইকেল চালিয়ে নিচ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করেই গাড়িটি ওপরের এক্সপ্রেসওয়ে থেকে নিচে পড়ে। এতে তিনি মারাত্মক আঘাত পান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাইভেটকারটিতে তিনজন পুরুষ ও একজন নারীসহ চারজন যাত্রী ছিলেন। সবাই আহত হয়েছেন এবং তাদের আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
হতাহতের সংখ্যা নিশ্চিত করে পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার (এসি) মাহমুদুর রহমান বলেন, এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচের সড়কে পড়ে গেলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত এক পথচারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!