জেলাপ্রতিনিধি: যশোরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর শহরের শঙ্করপুর এলাকায় নয়ন কমিশনারের অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আলমগীর শঙ্করপুর এলাকার ইন্তাজ চৌধুরীর ছেলে। তিনি যশোর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আলমগীরের বড়ভাই জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আলমগীর শঙ্করপুর এলাকায় নয়ন কাউন্সিলরের অফিসের সামনে গল্প করছিল।ওই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা আলমগীরের মাথার বামপাশে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, লোকজন রক্তাক্ত অবস্থায় আলমগীরকে হাসপাতালে আনে।তার মাথায় গুলির আঘাতের চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর মুমিনুল হক বলেন,আমরা শুনেছি শঙ্করপুর ইসহাক সড়কে স্থানীয় বিএনপির নেতাকে গুলি করা হয়েছে। তার মাথায় গুলি লেগেছে বলে জানতে পেরেছি। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে এবং আসামি আটকে চেষ্টা করছে।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :