নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নিতে কাতারের ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স দেশে আসার কথা ছিল মঙ্গলবার (০৯ ডিসেম্বর)।সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি পেয়েছিল তারা।
তবে সোমবার (৮) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের ¯øট বাতিল করার আবেদন করেছে এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর। অর্থাৎ মঙ্গলবারও আসছে না এয়ার অ্যাম্বুলেন্সটি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে পঞ্চমবারের মতো পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা।
বিএনপি নেতারা বলছেন,তার লন্ডন যাত্রার বিষয়টি নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তার চিকিৎসক দল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রæপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে পূর্বের ¯øট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। এটি আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছি।ছবি-সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :