শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১২ পৌষ ১৪৩২

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৫৬ পিএম

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে অবস্থান নেন। এ সময় এলাকার যান চলাচল থমকে যায়।
এ সময় ‘তুমি কে, আমি কে? হাদি-হাদি’; ‘আমরা সবাই হাদি হবো’; ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’সহ বিভিন্ন ¯েøাগান দেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
পোস্টে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী এবং ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ও তার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য অন্তর্র্বতী সরকারের উদ্যোগে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর সেখানে তিনি মারা যান।সংগৃহীত ছবি
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!