বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচন:উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:৩১ এএম

জাকসু নির্বাচন:উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

দীর্ঘ ৩৩ বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে একযোগে ভোট চলছে। ভোটার সংখ্যা ১১ হাজার ৮১৯ জন। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ১৭৭ জন।
তিনটি ভোটকেন্দ্রে ঘুরে (২১ নম্বর হল, জাতীয় কবি কাজী নজরুল হল ও তাজউদ্দীন হল) দেখা যায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।
তবে কেন্দ্রের কাছে লিফলেট দেয়া নিয়ে বেশ কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়। নির্বাচনের দায়িত্বে থাকা শিক্ষকরা তা থামিয়ে দেন। শিক্ষার্থীরা ভোট প্রদান করলেও নেই লাইন। ভোটাররা আসছেন ভোট দিয়ে চলে যাচ্ছেন।
নির্বাচনে ভিপি পদে লড়ছেন ৯ জন। এদের মধ্যে আলোচনায় রয়েছে চারজন প্রার্থী। ছাত্রদল সমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ পরিষদ’ থেকে মনোনীত ভিপি প্রার্থী শেখ সাদী ও শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ থেকে আরিফ উল্লাহ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’র আরিফুজ্জামান উজ্জ্বল ও ’২৪ আন্দোলনে নেতৃত্ব দেয়া ‘স্বতন্ত্র শিক্ষা সম্মিলন’র আব্দুর রশিদ জিতু। এ ছাড়াও জিএস পদে লড়ছেন আটজন। আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলে তানজিলা হোসাইন বৈশাখী, ছাত্রশিবির থেকে মাজহার ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু তৌহিদ মো. সিয়াম, ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে মো. শাকীল আলী অন্যতম। শেষ খবর পাওয়া পর্যন্ত আইডি জটিলতায় একটি হলের ভোটকেন্দ্র বন্ধ ঘোষনা করা হয়েছে।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!