মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

তাসনিম জারা অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ১২:০৫ এএম

তাসনিম জারা অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন

ডেইলি খবর ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা.তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সফলভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মনোনয়ন জমা দেওয়ার ছবি শেয়ার করে লিখেছেন, ‘উই হ্যাভ মেইড ইট।’
সোমবার সবুজবাগ থানা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ আসনের মোট ভোটারের ১ শতাংশের সমর্থন আদায় করতে হয়েছে তাকে।
উল্লেখ্য, গত শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা-৯ আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!