নিজস্ব প্রতিবেদক: পৌষের শীত ঢাকায়ও ঁেজকে বসেছে। রাজধানীসহ দেশজুড়ে জেঁকে বসা শীত ও কুয়াশার দাপট আজও অব্যাহত রয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী,ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭০ ডিগ্রি সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
আজকের সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৪ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।সংগৃহীত ছবি

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :