সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

চাঁদাবাজির প্রতিবাদে কাওরান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা-সংঘর্ষ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৪:০৩ পিএম

চাঁদাবাজির প্রতিবাদে কাওরান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা-সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: এবার চাদাঁবাজদের লাঠিপেটা করেছে রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীরা। এরআগে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালায় চাদাঁবাজরা। তারা মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে ব্যবসায়ীদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তবে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত শুরু করলে চাদাঁবাজরা উওম-মাধ্যম খেয়ে দৌড়ে পালিয়ে যায়। এলাকায থমথমে পরিবেশ বিরাজ করছে। আবারও যে কোনো সময়ে মারামারির ঘটনা ঘটার আশংকা থাকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এরআগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কিচেন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েক মাস ধরে নতুন করে চাঁদাবাজি শুরু হওয়ায় তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে জড়ো হন।
এলাকার প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শুরু হওয়ার প্রায় আধা ঘণ্টা পর হঠাৎ হামলাকারীরা তাদের ওপর আক্রমণ চালায়। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একাধিক ব্যবসায়ী অভিযোগ করেছেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন,‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম। কোনো উসকানি ছাড়াই আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’অন্য ব্যবসায়ী জানান, গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর চাঁদাবাজি বন্ধ ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে স্থানীয় যুবদল পরিচয়ধারী এক গোষ্ঠী আবার দোকানিদের কাছ থেকে টাকা আদায় শুরু করেছে। ‘তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আজ মানববন্ধনের সিদ্ধান্ত নিয়েছি।’
হামলার পর ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে লাঠিসোঁটা হাতে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর ব্যবসায়ীরা চাঁদাবাজির বিরুেেদ্ধ ¯েøাগান দিতে দিতে একটি মিছিলও বের করেন।
অন্যদিকে,স্থানীয় যুবদলের এক নেতা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘কিচেন মার্কেট কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। এক যুবদল নেতাকে কমিটি থেকে সরিয়ে আরেকজনের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।’
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন চলাকালে ব্যবসায়ীদের ওপর একদল লোক হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা ঘটনাস্থলে আছি। জানাগেছে ক্ষুদ্ধরা চাদাঁবাজদের লাঠি দিয়ে বেধরক পিটুনী দেওয়া শুরু করলে দৌড়ায়ে পালিয়ে যায়। কোনো কোনো চাদাঁবাজ ভোঁ-দৌড় দিয়ে আত্মরক্ষার্থে পালিয়ে যায়। সংগৃহীত ছবি

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!