রবিবার, ১৮ মে, ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পুলিশের বাধায় সচিবালয় থেকে ফিরে নগর ভবনের সামনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০২:৩৬ পিএম

পুলিশের বাধায় সচিবালয় থেকে ফিরে নগর ভবনের সামনে

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধার মুখে পড়েছেন তার সমর্থকরা। বাধার মুখে তারা পুনরায় নগর ভবনের সামনে এসে অবস্থান নেয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে।এর আগে শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে বিক্ষোভকারীরা ¯েøাগান দিতে থাকেন ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি।
বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা নগর ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে সচিবালয়ের প্রবেশমুখে পৌঁছায়। তবে সেখানে পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিল। জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট এবং শিক্ষা ভবনের সামনে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্যারিকেডের সামনে কিছু সময় ¯েøাগান দিয়ে বিক্ষোভকারীরা পরে পুনরায় নগর ভবনের সামনে ফিরে যান এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!