সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৫৯ পিএম

বেগম খালেদা জিয়ার সিটিস্ক্যান সম্পন্ন, রিপোর্ট ভালো: মেডিকেল বোর্ড

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া মেডিকেল বোর্ড আশা করছে, দেশেই সঠিক চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। বিদেশে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।
বোর্ডের এক সদস্য নাম প্রকাশ না করে জানান, রোববার (৭ ডিসেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
তিনি বলেন, ‘ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। এখানে তাকে চিকিৎসা দিতে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছি। আমরা বিশ্বাস করি দেশে চিকিৎসা নিয়েই তিনি সুস্থ হয়ে উঠবেন। তিনি আগে আরও গুরুতর অবস্থায় ছিলেন এবং এখন সেরে উঠছেন। তাকে হয়তো লন্ডনে নেওয়ার প্রয়োজন হবে না।’
এই চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অনেকগুলো দিকের উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজি ও আরও কিছু পরীক্ষা রোববার করা হয়েছে। এগুলোর ফলাফল ভালো এসেছে।
সাবেক এ প্রধানমন্ত্রী আর কতদিন সিসিইউতে থাকবেন-তা জানতে চাইলে তিনি বলেন, এটা নির্ভর করছে ওনার শারীরিক অবস্থার উন্নতির ওপর। দেশি-বিদেশি চিকিৎসকরা তার জন্য সেরা চিকিৎসা নিশ্চিত করছেন। তার শয্যার পাশে থেকে পুত্রবধূ ডা. জুবায়দা রহমান চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন। জুবায়দা রহমান আরও কয়েকদিন বাংলাদেশে থাকবেন।
এই চিকিৎসক আরও জানান, বেগম খালেদা জিয়া মাঝেমধ্যে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও দুই পুত্রবধূ নিয়মিতভাবে তার পাশে রয়েছেন।ফাইলছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!