মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হওয়া সিংহটিকে ফের খাঁচায় ফেরানো হয়েছে। স্ত্রী সিংহটির নাম ডেইজি। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সেটি খাঁচা থেকে বেরিয়ে যায়।
চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বলেন, সন্ধ্যার পর সিংহটিকে চেতনানাশক ইনজেকশন পুশ করা হয়। এর কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়। এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।
সিংহটি কীভাবে বেরিয়ে গিয়েছিল এ প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, সম্ভবত খাঁচার দরজায় তালা লাগানো হয়নি। কারণ গ্রিল ভাঙা বা ফাঁকা নেই। দরজা দিয়েই বের হওয়ার সম্ভাবনা বেশি। তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে। ছবি : সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :