রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৪:৪৯ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল শাহবাগ

আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুরু হয়েছে বিশাল গণজমায়েত ও লাগাতার অবস্থান কর্মসূচি। শনিবার (১০ মে) বেলা তিনটার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন ইসলামী ছাত্রশিবির, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ), জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও ছাত্র-জনতা।
শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিড়িঁর ওপর অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহসহ বেশ কয়েকজন।সারজিস আলম কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে উদ্দেশ করে বলেছেন, ‘আজকে এক মাইক থেকে এক লক্ষ্যে কর্মসূচি পালিত হবে। কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না।’
শাহবাগে বøকেড কর্মসূচির মাইকে নানা ¯েøাগান দেয়া হচ্ছে। এগুলোর মধ্যে আছে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে,লীগ ধর, জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ,দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক’, ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘আওয়ামী লীগের নিবন্ধন, বাতিল কর করতে হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’প্রভুতি।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!