বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

শ^াসরুদ্ধকর অভিযানে শিশু সাজিদকে জীবিত উদ্ধার

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:৪৫ পিএম

শ^াসরুদ্ধকর অভিযানে শিশু সাজিদকে জীবিত উদ্ধার

জেলা প্রতিনিধি: রাখে আল্লাহ মারে কে,ফায়ারফাইটারদের  শ^াসরুদ্ধকর অভিযানে রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মঞ্জুর হক।এর আগে গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি।আটকে পড়া শিশুটির নাম মো. স্বাধীন। তার বাবার নাম রাকিব।
জানা যায়, পরিবারের বাড়ির পাশে থাকা বহুদিনের অকেজো গভীর নলকূপের মুখ খোলা থাকায় হঠাৎ খেলতে খেলতে সেখানে পড়ে যায় শিশু স্বাধীন। নলকূপটির মালিক একই এলাকার বাসিন্দা তাহের।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!