শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জবি শিক্ষার্থীদের নতুন কর্মসুচি ঘোষণা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২৫, ১২:২৯ এএম

জবি শিক্ষার্থীদের নতুন কর্মসুচি ঘোষণা

দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ না করার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) রাত ১২টার দিকে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা। শিক্ষার্থীরা বলেন, রাতে এখানেই অবস্থান করবো।সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। শুক্রবার (১৬ মে) সকাল ১০টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। জুমার নামাজের পর গণ অনশন শুরু করা হবে। 
শিক্ষার্থীরা বলেন, বোতলকান্ডে জড়িতের বিচার আমরা করবো। তবে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেয়ার আগ পর্যন্ত সেই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা যাবে না।
এদিকে দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় ২৪ ঘণ্টা কাকরাইলে অবস্থান করছে তারা। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেনি কেউ। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করছেন।
শিক্ষার্থীদের চার দফা দাবি হলো—বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!