বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

এবার এনসিপিকে থালা-বাটি কাপ-পিরিচ প্রতীক নিতে বলেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৩৬ পিএম

এবার এনসিপিকে থালা-বাটি কাপ-পিরিচ প্রতীক নিতে বলেছে ইসি

শাপলা প্রতীক বাদ দিয়ে ‘থালা-বাটি,কাপ-পিরিচ’, উটপাখি’ ও ‘আলমারি’ প্রতীক থেকে যেকোনো একটি নেওয়ার জন্য জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সেই চিঠি এরই মধ্যে দলটির কাছে পৌঁছেছে।
আজ মঙ্গলবার এনসিপির নিবন্ধন পাওয়া নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, তারা (নির্বাচন কমিশন) আমাদের যে প্রতীকগুলো থেকে বরাদ্দের জন্য বলেছে, এটা খুবই হাস্যকর বিষয়। আমরা যখন একবিংশ শতাব্দীতে বসবাস করছি, তারা সেখানে আমাদের প্রতীকের তালিকায় রেখেছে আলমারি,উটপাখি, কাপ-পিরিচ ও থালা-বাটি। যেগুলো আমাদের সোসাইটিতে অলরেডি অবসোলেট (বাতিল) হয়ে যাচ্ছে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,‘ইলেকশন কমিশনকে কিছু জায়গায় আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু তারা এই প্রয়োাগত জায়গায় গিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো সম্পন্ন করেছেন। আমাদের আজ তারা জানিয়েছেন আমরা নিবন্ধন পেতে যাচ্ছি।’
তিনি বলেন,‘ইতিমধ্যেই তারা আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিটা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই চিঠিতে তারা আমাদের বলেছে যে,নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো রয়েছে,সেই প্রতীকগুলো থেকে আমাদেরকে একটি প্রতীক নেওয়ার জন্য।’
এনসিপির এই নেতা বলেন, ‘আপনারা জানেন, কয়েক দিন আগে ইলেকশন কমিশনকে আমরা একটি চিঠি দিয়েছিলাম, শাপলা পেতে কোনো আইনি বাধা নেই, তাদের অন্য কোনো প্রেসার ফিল করা উচিত না বলে আমরা মনে করি। আমরা এই মর্মে একটা চিঠি দিয়েছিলাম। সেই চিঠিটা তারা নিষ্পত্তি না করেই অসাংবিধানিক ওয়েতে, স্বেচ্ছাচারী ওয়েতে আমাদেরকে আরেকটা চিঠি দিয়েছে আজকে।’শাপলা প্রতীক পাওয়া জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার কথা জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!