শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

পেঁয়াজের দাম এক সপ্তাহেই ৫০ শতাংশ বেড়েছে

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৫, ০২:০৮ পিএম

পেঁয়াজের দাম এক সপ্তাহেই ৫০ শতাংশ বেড়েছে

দেশের বাজারে সবজির দাম কমে বাজারে যা-ও বা একটু স্বস্তি ফিরেছিল, এর মধ্যে বাগড়া দিয়েছে পিয়াঁজ। হঠাৎ চড়ে যাওয়া পেঁয়াজের দাম নিয়ে ক্রেতারা অস্বস্তিতে। বাজাওে দেখা গেল এক সপ্তাহে পেঁয়াজের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি পেঁয়াজ এখন ১১০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে ভোক্তার সবজির স্বস্তি ¤øান হতে বসেছে।
রাজধানীর খুচরা বাজারে এক মাসের ব্যবধানে সবজিসহ কয়েকটি পণ্যের দাম ৭ থেকে সর্বোচ্চ ২৩৩ শতাংশ কমেছে। এতে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। কিন্তু পেঁয়াজের চড়া দাম বিপত্তি বাধিয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, পেঁয়াজ নিয়ে বড় ধরনের কারসাজি শুরু হয়েছে।
সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও একটি চক্র বড় ধরনের সংকট দেখিয়ে পেঁয়াজের বাজারে অস্থিরতা তৈরি করছে। সরকারকে দ্রæত বাজার তদারকিতে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।
রাজধানীর রামপুরা, বাড্ডা, মহাখালী, জোয়ারসাহারাসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন আগাম সবজির ব্যাপক সরবরাহ বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ডিম, মুরগিসহ বেশ কিছু পণ্যের দামও এখন নিম্নমুখী।
এক মাস আগে যেখানে প্রতি কেজি শিমের দাম ছিল ২০০ থেকে ২২০ টাকা, দাম কমে তা এখন ৬০ থেকে ৮০ টাকা কেজি। বেগুন, করলা, ঢেঁড়স, পটোল, লাউ, বরবটি, কাঁচা মরিচসহ বেশ কিছু সবজির দামও কমেছে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকার কারণে উৎপাদন বাড়ায় সরবরাহও বাড়ছে প্রতিদিন। এক মাসের ব্যবধানে খুচরায় বেগুন কেজিতে ৬৬ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দাম কমে মানভেদে প্রতি কেজি ৬০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শিম প্রতি কেজি ১৭৫ থেকে ২৩৩ শতাংশ পর্যন্ত দাম কমে মানভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
করলা ৪৩ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। প্রতি কেজিতে ঝিঙার দাম কমেছে ৪৩ থেকে ৫০ শতাংশ। কাঁচা মরিচের দামও ১০০ থেকে ১৩৩ শতাংশ কমে খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা।
ব্রয়লার মুরগির দাম ১২ থেকে ১৩ শতাংশ এবং সোনালি মুরগির দাম ৭ থেকে ৮ শতাংশ কমেছে। ব্রয়লার মুরগি এখন ১৬০ থেকে ১৭০ টাকা আর সোনালি মুরগি ২৬০ থেকে ৩০০ টাকা কেজি। ফার্মের মুরগির ডিমের দাম প্রতি ডজন ১৩০ থেকে ১৩৫ টাকা।
বাড্ডা কাঁচাবাজারের সবজি বিক্রেতারা বলেন, ‘শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম কমে এসেছে।’রামপুরা কাঁচাবাজারের একাধিক ক্রেতা বলেন, অনেক দিন পর সাধারণ মানুষ ব্যাগ ভরে সবজি কিনতে পারছে। এখন বেশির ভাগ সবজি ক্রেতার নাগালের মধ্যে। তবে হঠাৎ পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সবজিতে বেঁচে যাওয়া টাকাটা আবার ওখানে চলে যাচ্ছে।
এ বিষয়ে ভোক্তা স্বার্থ সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টারি কনজ্যুমারস ট্রেনিং অ্যান্ড অ্যাওয়্যারনেস সোসাইটির (ভোক্তা) নির্বাহী পরিচালক মো. খলিলুর রহমান সজল সাংবাদিকদের বলেন, ‘হঠাৎ করে পেঁয়াজের দাম কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিক নয়। পেঁয়াজের সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়িয়ে সিন্ডিকেট মুনাফা লুটে নিচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাজার তদারকির মাধ্যমে পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ ভোক্তাদের জানাতে হবে। এই চক্রে জড়িতদের আইনের আওতায় আনারও ব্যবস্থা নিতে হবে।’
৫০% বাড়ল পেঁয়াজের দাম : সরবরাহ সংকটের অজুুহাতে দেশের বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ কেজি প্রতি ৪৭ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বেড়ে ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বাজারে দেশি পেঁয়াজের কিছুটা সংকট তৈরি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমদানি শুরু হলে দাম নেমে যাবে।
তবে বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারে পেঁয়াজের সংকট নেই, পুরনো সিন্ডিকেট আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। স্বস্তির বাজারকে নষ্ট করতে কারসাজি করে পেঁয়াজের দাম বাড়াচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
রাজধানীর কারওয়ান বাজারের আড়তদাররা বলেন, ‘দেশি পেঁয়াজের সরবরাহ সংকট দেখিয়ে দাম বাড়ানো হচ্ছে। আড়তে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।’পেঁয়াজ আমদানিকারক ও শ্যামবাজার পেঁয়াজ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন পেঁয়াজের সংকট চলছে। কৃষকের হাতে আর পেঁয়াজ নেই। এতে লাফিয়ে বাড়ছে দাম। ভারতে এখন পেঁয়াজ এখন মাত্র ১৫ টাকা কেজি। তাই দেশে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে দ্রæত আমদানির বিকল্প নেই।’
উৎপাদন এলাকায়ও চড়া পেঁয়াজের দাম। পাবনা আঞ্চলিক প্রতিনিধি জানান, গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজের দর ছিল ৬০ থেকে ৭০ টাকা। এখন দাম বেড়ে ১০৫ থেকে ১১০ টাকা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, দেশে পেঁয়াজের সবচেয়ে বড় অংশ উৎপাদন হয় পাবনায়।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর পাইকারি ও খুচরা বাজারে হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। গতকাল সকালে জেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, প্রতি মণ পেঁয়াজ তিন হাজার ৭০০ থেকে সর্বোচ্চ চার হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে খুচরা বাজারেও।সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!