সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

তারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:৩১ পিএম

তারেক রহমানকে সমবেদনা জানালেন হিন্দু সম্প্রদায়ের নেতারা

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন হিন্দু সংগঠনের নেতারা।
শনিবার (৩জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাতে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সার্বজনীন পূজা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির নেতারা।
সৌজন্য সাক্ষাতের আগে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন তারা।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্ত রঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক ডি.এন চ্যাটার্জি ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আর উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিজন কান্তি সরকার।
সাক্ষাৎকালে হিন্দু সংগঠনের নেতারা খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানান। প্রায় ঘণ্টাব্যাপী এ সাক্ষাতে নেতারা তারেক রহমানকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা অবগত করেন। তারেক রহমান ধৈর্যসহকারে তাদের কথা শোনেন।
জানা যায়,সাক্ষাৎকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে তারেক রহমানের কাছে শোকবার্তা হস্তান্তর করা হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকেও একটি শোকবার্তা হস্তান্তর করা হয়।
ঐক্য পরিষদের বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে ও দেশ গঠনে সীমাহীন অবদান রাখার জন্য বেগম জিয়া ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবেন। এই শোকাবহ মুহূর্তে মনে পড়ছে আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তমের নেতৃত্বে এক প্রতিনিধি দলের (তৎকালীন) মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সেদিনের কথা; যেদিন তিনি জাতীয়তাবাদী চেতনা চিরভাস্বরের লক্ষ্যে দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক সহযোগিতার প্রতিশ্রæতি দিয়েছিলেন। আপনার কাছ থেকেও অনুরূপ প্রতিশ্রæতি ও ভূমিকা আমরা আন্তরিকতার সাথে কামনা করছি।
সাক্ষাতের পর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল সাংবাদিকদের বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরিপ্রেক্ষিতে বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে তারা তাদের অভিব্যক্তি প্রকাশ এবং স্বাক্ষর করতে এসেছিলেন এবং একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে তাদের কথা বলার সুযোগ হয়েছে।
ডা. পাভেল আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একনিষ্ঠ অবস্থান ছিল সেটা তারা ব্যক্ত করেছেন। ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সুবিচার এবং তাদের সত্যিকার অর্থে বাংলাদেশের নাগরিক হিসেবে যে সমঅধিকার, সেটাকে তিনি (খালেদা জিয়া) একেবারে খুবই উচ্চ পর্যায়ে রক্ষা করেছেন এবং তারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সেটির ধারাবাহিকতা প্রত্যাশা করেছেন। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা হয়েছে। তো এখানে উনিও (তারেক রহমান) তাদের একই কথা ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন,উনি একটা কথা বলেন যে সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ এই বিভাজনটির ভেতরে উনি যেতে চান না। বাংলাদেশের সব নাগরিক সমান অধিকার ভোগ করবে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং অভিন্ন পরিচয় আমরা সবাই বাংলাদেশি। সবার আগে বাংলাদেশ এই কথার ওপরে তিনি প্রতিশ্রæতিবদ্ধ থাকতে চান এবং আগামী দিনে সবার সমঅধিকার নিশ্চিত হবে সেটা তাদের তিনি নিশ্চিত করেছেন।সংগৃহীত ছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!