ডেইলি খবর ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সংরক্ষিত হালনাগাদ প্রতীক প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়েল উপসিচব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ প্রতীক প্রকাশ করা হয়। প্রকাশিত ৫৯ দলের প্রতীকের মধ্যে নেই আওয়ামী লীগের নৌকা প্রতীক।
প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদকের নাম, পদবি ও দলের ঠিকানা সম্বলিত হালনাগাদ তালিকা ও নিবন্ধিত রাজনৈতিক দল কর্তৃক মনোনীত প্রার্থীর অনুকূলে সংরক্ষিত প্রতীক সমূহ ও স্বতন্ত্র প্রার্থীর অনুকূলে বরাদ্দযোগ্য প্রতীকের তালিকা পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এ ছাড়াও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিবন্ধিত রাজনৈতিক কর্তৃক মনোনীত প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে দলের মনোয়ন রিটার্নি অফিসারের নিকট দাখিলের বিধান রয়েছে।ছবি সংগৃহীত

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :