শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে সিইপিজেডে আগুনের তীব্রতা আরও বাড়ছে, ২৫ শ্রমিক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০৯:০৯ পিএম

চট্টগ্রামে সিইপিজেডে আগুনের তীব্রতা আরও বাড়ছে, ২৫ শ্রমিক উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ) এলাকার পোশাক কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ও নৌবাহিনীর ৪টি ইউনিট।
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত আগুন নিন্ত্রয়ণে আসেনি। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন জানিয়েছে, আগুনের ঘটনায় আটকে পড়া ২৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বাকি শ্রমিকরা আগেই নিরাপদে বের হতে সক্ষম হন।
তিনি বলেন, ‘আমরা ভবনটির ৬ ও ৭ তলায় আটকে পড়া ২৫ জন শ্রমককে উদ্ধার করেছি। তারা ধোঁয়ায় আটকা পড়েছিলেন। আমরা তাদের নিরাপদে সরিয়ে এনেছি। আটতলায় যারা ছিল তারা জানিয়েছেন,সেখানে আর কেউ নেই। সবাই নিরাপদে নেমে এসেছেন।’
এর আগে বেলা ২টার দিকে ওই এলাকার অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড ও জিহং মেডিকেল কোম্পানির গুদামে আগুন লাগে। অ্যাডামস তোয়োলে ও ক্যাপ এবং জিহং মেডিকেল সার্জিকেল গাউন তৈরির কারখানা। ভবনটি সাত তলার। দুটি কারখানার গুদামই সাত তলায়, যেখান থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রæত ছড়িয়ে পড়ে এবং তীব্রতাও অনেক বেশি।ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্য আগুন নেভাতে কাজ করছেন। চারপাশে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!