বিশেষ প্রতিনিধি: ডিজিটাল প্রতারণায় আল আয়েশা সিয়াম ওভারসিজ সহযোগিতায় বিডি ম্যানপাওয়ার সার্ভিস লিমিটেড।ঘটনার বিবরণে জানা যায়, আল আয়েশা সিয়াম ওভারসিজ নামে একটি প্রতিষ্ঠান যাদের কোন রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নাই,তারা লাইসেন্সধারী বিডি ম্যান পাওয়ার এর সাথে সৌদি আরব সহ বিশ্বের বেশ কিছু দেশে লোক প্রেরণ করে থাকে।
এরই ধারাবাহিকতায় এনামুল হক নামে এক যাত্রীকে বিডি ম্যানপাওয়ার সার্ভিস এর মাধ্যমে সৌদি আরবে প্রেরণ করে। সেখানকার কর্মপরিবেশ এবং কনট্যক্ট সাইন এর সাথে অমিল থাকায় দেশে ফিরে আসে এনামুল।
দেশে ফেরার আগে অনেকটা জোর করে এনামুলের কাছ থেকে স্বেচ্ছায় দেশে ফিরছে সে এমন অঙ্গীকারনামা আদায় করে সংশ্লিষ্ট এজেন্সির লোকজন। জীবন বাচাতে এবং দেশে ফেরার স্বার্থে নিরুপায় এনামুল কাগজে স্বাক্ষর দিয়ে আসতে বাধ্য হয়। সে সময় তার একটি ভিডিও ধারণ করে রাখে এজেন্সির লোকজন।
এনামুল দেশে ফিরে এ বিষয়টি বিএমইটি এর বরাবর আবেদনে উল্লেখ করে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করে। এনামুলের আবেদন বিএমইটি গ্রহণ করে কুষ্টিয়ার আঞ্চলিক অফিসকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন প্রেরণের নির্দেশ দেয়।
গণমাধ্যমের হাতে আসা তথ্য ও প্রমাণাদি থেকে দেখা যাচ্ছে স্বাক্ষরিত চাকরির চুক্তিপত্র এবং অন্যান্য কাগজপত্র ঘেটে এনামুল প্রতারিত হয়েছে এমন বাস্তবতা সামনে আসে। এ বিষয়ে জানতে চাইলে বিডি ম্যানপাওয়ার এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান গণমাধ্যমকে জানান ঘটনাটির সাথে তার কোম্পানি জড়িত নয় এ কথা বলার সুযোগ নেই ,আল আয়েশা সিয়াম ওভারসীজ তাদের কোন কোন কাজ নিয়ে আমাদের কাছে আসে, আমরা সরকারের নিয়ম মেনে বিদেশী যাত্রীদের সেবা দিয়ে থাকি।
এখন এনামুলের বিষয়টার সম্পূর্ণ আল আয়েশার দায় হলেও কাগজপত্রে তাদের কোন অবস্থান না থাকায় এর দায় এসে পড়েছে বিডি ম্যানপাওয়ার এর ওপর যা অনাকাঙ্খিত এবং দুঃখজনক হলেও সত্য।
তিনি আরো বলেন এ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে আল আয়েশা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সুষ্ঠু সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে বলেছি। কিন্তু কেন জানিনা এ বিষয়টি নিয়ে আল আয়েশা সিয়াম ওভারসিজ কোনভাবেই গুরুত্ব দিচ্ছে না।
এদিকে আল আয়েশা এন্ড সিয়াম ওভারসিজের কার্যক্রম অনুসন্ধানে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মত ঘটনা ঘটেছে।গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যাচ্ছে রাজধানীর অভিজাত এলাকায় বেশ কয়েকটি শাখা খুলে বসেছে আল আয়েশা সিয়াম ওভারসিজ নামের এই প্রতিষ্ঠানটি।
সেই সাথে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে লোক পাঠানোর আকর্ষণীয় প্রচারণা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের অধিকাংশ প্ল্যাটফর্মে।যার কয়েকটি ক্লিপ গণমাধ্যমের হাতে এসেছে। বিশেষ করে ফেসবুক জুড়ে এই প্রতিষ্ঠানটির রয়েছে ব্যাপক প্রচারণা। অথচ ম্যানপাওয়ার নিয়ে ব্যবসা করার বা তাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে মোটিভেটেড করার মত কোন দালিলিক অধিকার এই কোম্পানিটির নাই।
সংশ্লিষ্ট সূত্র বলছে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করে এই প্রতিষ্ঠানটি সারাদেশে বিশাল এক মানব পাচারের নেটওয়ার্ক চালিয়ে যাচ্ছে। সময়ে সময়ে যা বড় ধরনের বিতর্কের জন্ম দিচ্ছে।
সাইবার ক্রাইম নিয়ে কাজ করা সরকারের একটি গুরুত্বপূর্ণ এজেন্সির সাথে কথা বলে জানা যায়, যাদের সরকারের লাইসেন্স নাই, তারা ফেসবুক প্রচারণার মাধ্যমে যদি কোন প্রতারণামূলক ঘটনার জন্ম দেয় তাহলে তা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে। সেই সাথে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার এ্যক্ট আইনে মামলা হতে পারে। ওই কর্মকর্তা গণমাধ্যমের কাছে উল্লেখিত প্রতিষ্ঠানের তথ্য দেয়ার জন্য অনুরোধ জানান।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত আল আয়েশা ফেসবুকে দেওয়া নাম্বারে ফোন করে জানতে চাইলে কোম্পানির পক্ষ থেকে বলা হয় আমাদের কোম্পানির রিক্রটিং লাইসেন্স প্রস্তাবিত হয়ে আছে। লাইসেন্স না থাকা অবস্থায় সোশ্যাল প্লাটফর্মে প্রচারণার মাধ্যমে সারাদেশে লোক সংগ্রহের প্রক্রিয়া বৈধ কিনা এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে যায় আল আয়েশা সিয়াম ওভারসিজ কর্তৃপক্ষ।পরবর্তী সময়ে একই নাম্বারে কয়েকবার ফোন দিলেও আয়েশা এন্ড সিয়াম ওভারসিজের পক্ষে কেউ ফোন রিসিভ করেননি।
ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট হারুন-উর-রশিদ (শাহিন) বলেন রিক্রুটিং এজেন্সি লাইসেন্সবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের প্রচারণা মূলত অবৈধ এবং এটি সাইবার সিকিউরিটি অ্যাক্টের অবমাননা একই সাথে প্রতারণার শামিল।
এ বিষয়ে জানতে বিএমইটি কুষ্টিয়াতে যোগাযোগ করা হলে তারা এনামুলের সাক্ষ্য গ্রহণ এবং বিডি ম্যানপাওয়ারের তথ্যাদি পর্যালোচনা সাপেক্ষে রিপোর্ট প্রদানের কথা বলেন।নাম প্রকাশ না করার শর্তে বিএমইটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন,কোন লাইসেন্সধারী প্রতিষ্ঠান এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ডে সহযোগিতা করার প্রমাণ পাওয়া গেলে তার লাইসেন্স নবায়ন না করা বা লাইসেন্স স্থগিত করার মতো শাস্তি হতে পারে।
আল আয়েশা সিয়াম ওভারসিজ এর মত লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলো ডিজিটাল প্লাটফর্মে প্রচারণা চালিয়ে লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সহযোগিতায় নিরীহ মানুষের সাথে নতুন করে যেন প্রতারণা না করতে পারে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের সকল স্তরের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট সকলে।
আপনার মতামত লিখুন :