মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ১২:৩৩ পিএম

সচিবালয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা, কঠোর নিরাপত্তা

অন্তর্র্বতী সরকারের আমলে দ্বিতীয় বারের মতো সচিবালয়ে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা ২৫ মিনিটে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। অন্তর্র্বতীকালীন সরকারপ্রধানের সচিবালয়ে আসাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ কক্ষে সকাল সাড়ে ১০টায় উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে।
এ বৈঠকে প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করছেন।প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সচিবালয়ে কয়েক স্তরে নিরাপত্তা বলয়ে তৈরি করা হয়েছে। এক নম্বর গেট ছাড়া অন্য কোনো গেট দিয়ে গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি। এক নম্বর গেটে সোয়াত সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!