শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

মাইলস্টোন বিমানবিধ্বস্তে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৬:৫০ পিএম

মাইলস্টোন বিমানবিধ্বস্তে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী মাহিয়া তাসনিম (১৫) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। সে অষ্টম  শ্রেণীতে পড়ত।বৃহস্পতিবার (২৪জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে ১৩ জনের মৃত্যু হলো।
এদিকে,হাসপাতালে নিহতের পরিবারের সঙ্গে থাকা স্বজন ও প্রতিবেশীরা জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক প্রজেক্টের ডি বøকে থাকে পরিবারটি। ৩ মেয়েকে রেখে গত ৫ বছর আগে মারা গেছেন মাহিয়ার বাবা মোহাম্মদ বিশ্বাস। মা গৃহিণী আফরোজা খাতুন আর ফুপু মিলে বাচ্চাদের লালনপালন করতেন। তবে মা মৃত্যুর বিষয়ে এখনও কিছু জানেনা। তিনি উত্তরার বাসায় অবস্থান করছেন।


 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!