বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

শাহবাগ থেকে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা,দাবি না মানলে কাল লংমার্চ টু যমুনা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:০০ পিএম

শাহবাগ থেকে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা,দাবি না মানলে কাল লংমার্চ টু যমুনা

বুধবারের মধ্যে দাবি না মানলে বৃহস্পতিবার দুপুর ১২টায় যমুনা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে অবরোধ তুলে নেওয়ার এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।
তিনি বলেন, আজকের মধ্যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা আগামীকাল দুপুর ১২টায় ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করবো। প্রশাসনকে বলবো, আমরা আপনাদের সহযোগিতা করেছি,আপনারাও আমাদের সহযোগিতা করুন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, আগামীকাল দাখিল পরীক্ষা আছে। আমাদের দাবি না মানা হলে কোনো ক্লাস-পরীক্ষা কিছুই চলবে না।
বিকেল চারটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাহবাগে শিক্ষকদের অবরোধস্থলে এসে তোপের মুখে পড়েন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় তাদের উদ্দেশ্য করে ‘ভুয়া, ভুয়া, দালাল‍‍` ¯েøাগান দিতে দেখা যায়।
তোপের মুখে পড়ে মঞ্জু বলেন, আমরা শিক্ষা উপদেষ্টার পক্ষ থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আমরা আপনাদের চূড়ান্ত কথা ওনাদের কাছে জানাতে চাই। এ সময় আন্দোলনরত শিক্ষকরা বলতে থাকেন, ২০ পার্সেন্ট চূড়ান্ত, আর কীসের কথা। তারা বিশ পার্সেন্ট, বিশ পার্সেন্ট ¯েøাগান দিতে থাকেন।
এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি মাইকে বলেন, আমাদের সম্মানিত রাজনীতিবিদরা এসেছেন। তবে আমরা একাধিকবার শিক্ষা উপদেষ্টার সাথে বসেছি। আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। 
পরে মাইক হাতে জুনায়েদ সাকি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অবস্থা কী জানতে হবে। সরকারের দাবি কী শুনবেন, সরকারের বাস্তবতা কী সেটা জানবেন। সরকারের প্রস্তাব তো শুনতে হবে।
তিনি বলেন, আমরা রাজনীতি করি। আমি গণসংহতি করি, মঞ্জু ভাই এবি পার্টি করেন। আপনাদের আন্দোলনের ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি যৌক্তিক সমাধানের জন্য। তাদের কথা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আপনাদের নেতৃবৃন্দ যদি কথা বলতে না চান, আলোচনার সুযোগ না থাকলে আপনাদের দাবি আমরা জানিয়ে দেবো। এ দিকে বের হয়ে যাওয়ার সময় মাইকে ঘোষণা দেওয়া হয়, সাকি ভাইয়ের ফোন চুরি হয়ে গেছে। পরে তারা টিএসসির দিক দিয়ে বের হয়ে যান। 
এর আগে দুপুরে দাবি আদায়ের লক্ষ্যে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষকরা। প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলো। অবরোধ তুলে নিয়ে বিক্ষোভ মিছিলসহ শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারী শিক্ষকরা।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!