রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২

চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা ¯েøাগানের জেরে ভাঙচুর, গোলাগুলি

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১২:০৫ এএম

চট্টগ্রামে কনসার্টে জয় বাংলা ¯েøাগানের জেরে ভাঙচুর, গোলাগুলি

এবার চট্টগ্রামে একটি কনসার্টে ‘জয় বাংলা’ ¯েøাগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম মো. শরীফ (২৩)। গুলিবিদ্ধ ওই তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটায় নগরের জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
ভিডিওতে দেখা যায়, একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুর করার চেষ্টা করে। এ সময় ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।
জানা গেছে, জিইসি মোড়ের কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান ওই কনসার্টের আয়োজন করে। এতে ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশনের কথা ছিল। এই কনসার্ট সবার জন্য উন্মুক্ত ছিল। সন্ধ্যায় শুরু হওয়া ওই কনসার্টে দুই পক্ষের ঝামেলার কারণে কনসার্ট পন্ড হয়ে যায়।
জানা গেছে, কনসার্ট চলাকালে একটি পক্ষ সেখানে ‘জয় বাংলা’ ¯েøাগান দেয়। স্লোগান দেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। এ নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতন্ডা শুরু হয়।একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ একজনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার।চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফু আলম বলেন, কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে আওয়ামী লীগের ¯েøাগান দিয়েছে একটি পক্ষ। পরে এটি নিয়ে ভেতরে গন্ডগোল হয়েছে।
নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, কী নিয়ে এ ঘটনা ঘটেছে, তা জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা আছেন।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!