দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এবং নতুন আক্রান্ত হয়ে ৬৬৮ জন হাসপাতালে ভর্তি হযেছেন। ডেঙ্গুতে মৃত্যুর মিছিল দিন দিন বেড়েই চলছে। হাসপাতালসুত্র জানায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমেনা বেড়েই যাচ্ছে। এতে করে বিভিন্ন এলাকায় আতঙ্কও বাড়ছে। চলতি সেপ্টেম্বরে আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে এ মাসেই।
বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তির তথ্যমতে, নতুন করে আরও ৫ জনের মৃত্যুতে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। আর চলতি বছরে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮৪১ জন। এর মধ্যে ৬০ দশমিক পাঁচ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক পাঁচ শতাংশ নারী রয়েছেন।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।
আপনার মতামত লিখুন :