শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২

দেশের নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১১:৩১ এএম

দেশের নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন সিস্টেমের ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। মানুষকে কেন্দ্রে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জ।শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে তিনি এ কথা বলেন।
নাসির উদ্দিন বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ। নির্বাচনের সময় ঘনিয়ে এলে এই অবস্থার উন্নতি হবে।তিনি বলেন,গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার সমস্যা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।সিইসি বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কারো পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!