ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু, নিরাপদ ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষে না। চাই ইনফরমেশন ফ্লো-টা চালু থাকুক। আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। রাতের অন্ধকারে ভোট চাই না আমরা চাই পরিষ্কার, পরিচ্ছন্ন, সবার দৃষ্টিগোচর হয় এমন নির্বাচন।’
রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, আগামী নির্বাচনটা সুন্দর ও ফেয়ার করার জন্য কী কী চ্যালেঞ্জ আসতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করছি। কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি যেমন নিরাপত্তা ইস্যু, সাম্প্রতিক সহিংসতা ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এসব বিষয় উঠে এসেছে আলোচনায়।
এনসিপির প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, যে দল নিবন্ধন পায়, তাদের আমাদের নির্ধারিত প্রতীকের তালিকা থেকে প্রতীক নিতে হয়। এনসিপির প্রতীক যেহেতু ওই তালিকায় নেই, তাই আমরা দিতে পারিনি। এখন পর্যন্ত তালিকার বাইরে কাউকে প্রতীক দেওয়া হয়নি।
সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এনসিপির নেতারা গণতন্ত্র ও দেশের মঙ্গলের পক্ষে কাজ করবেন। তারা আন্দোলনে অংশ নিয়েছেন, অভ্যুত্থানে ঝুঁকি নিয়েছেন—তাদের আমি দেশপ্রেমিক মনে করি। তাই আমি শঙ্কিত নই, বরং আশাবাদী যে নির্বাচনে তারা অংশ নেবেন।
পার্টনার হোন। তবে সংবাদ প্রকাশের আগে ফ্যাক্ট চেক করে নিতে হবে।প্রবাসীদের ভোটাধিকারের উদ্যোগের বিষয়েও তিনি জানান, বিদেশে থাকা বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছি—এটা আগে কখনো ছিল না।
আপনার মতামত লিখুন :