বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ২৩ অক্টোবর নির্ধারিত হতে পারে

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৭:৩৮ পিএম

শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ২৩ অক্টোবর নির্ধারিত হতে পারে

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট সংগঠিত গনহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার দিন ২৩ অক্টোবর বৃহস্পতিবার ধার্য হতে পারে। আজ আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামীকাল প্রসিকিউশন থেকে জবাব দিয়ে বক্তব্য তুলে ধরা হবে। এরপরই মামলাটি রায়ের জন্য দিন ধার্য হবে।রাজনৈতিক বই
বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ মামলায় অন্য আসামিরা হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এদিন দুপুরে ট্রাইব্যুনাল-১ এ আসামি হাসিনা ও কামালের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। তৃতীয় দিনের যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী।
পরে যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন,আজ এ মামলায় পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) এবং উপস্থিত রাজসাক্ষী (আসামি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। প্রসিকিউশন পক্ষে আমরা জবাব দেবো। তবে কিছু অংশ আমরা উপস্থাপন করে জবাব দিয়েছি। ২৩ অক্টোবর বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন। এরপর আনুষ্ঠানিকভাবে এ মামলার রায়ের জন্য দিন ধার্য হবে।
উল্লেখ্য, এ মামলায় আসামীদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। এর মধ্যে তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার ও শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

 

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!