শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

নির্বাচনের আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৪:৫৬ পিএম

নির্বাচনের আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে এবার আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে ৭ দিনের জন্য। ১২ ফেব্রæয়ারির ভোট ঘিরে ৮ থেকে ১৪ ফেব্রæয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঠে থাকছে। বুধবার (৭ জানুয়ারি) এসংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়,ভোটের চার দিন আগে, ভোটের দিন ও ভোটের পরে দুই দিন ৮ ফেব্রæয়ারি থেকে ১৪ ফেব্রæয়ারি পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী থাকবে।
ভোটের নিরাপত্তায় কত সদস্য-এবারের নির্বাচনে ভোটার রয়েছেন পৌনে ১৩ কোটি। ৩০০ আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে দুই লাখ ৬০ হাজারের মতো ভোটকক্ষ থাকবে। প্রাথমিক সভায় প্রত্যেক ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ১৩ থেকে ১৮ জন সদস্য রাখার পরিকল্পনার কথা জানানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ৭ লাখের বেশি সদস্য এবার ভোটের নিরাপত্তায় দায়িত্বে পালন করবেন।
ভোটকেন্দ্রের দায়িত্বে আনসার-ভিডিপি সদস্যদের সংখ্যাই হবে সাড়ে ৫ লাখের মতো। সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ৯০ হাজারের বেশি। এ ছাড়া পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড থাকবে। গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার ভোটের তফসিল ঘোষণা করেন।
এরপর দুটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সার্বিক পরিস্থিতিতে সিইসি, ইসি, সচিবসহ রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসার, নির্বাচন অফিসে নিরাপত্তা বাড়ানো হয়।
তফসিল ঘোষণার আগে দুই দফা এবং তফসিলের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে ইসি। এর পরই ‘আইন-শৃঙ্খলাবিষয়ক এ পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।ফাইলছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!