শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বর্তমান সময়ে গুজব একটি বড় চ্যালেঞ্জ-প্রধান তথ্য কর্মকর্তা

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:৪১ এএম

বর্তমান সময়ে গুজব একটি বড় চ্যালেঞ্জ-প্রধান তথ্য কর্মকর্তা

সব মন্ত্রণালয়ের চার কার্যক্রম আরও জোরদার করতে নির্দেশ দিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর। বুধবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত তথ্য ও জনসংযোগ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বর্তমান সময়ে সব মন্ত্রণালয়ের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়নমূলক ও সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু সে অনুযায়ী বিভিন্ন গণমাধ্যমে তার প্রতিফলন না ঘটায় জনগণ বর্তমান সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে না। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তাদেরকে আরও আন্তরিক ও একনিষ্ঠভাবে নিজ নিজ মন্ত্রণালয়ের এসব সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বর্তমান সময়ে গুজব একটি বড় চ্যালেঞ্জ। একটি মহল পরিকল্পিতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গুজব ও অপতথ্য প্রচার করছে। গুজবের নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করতে গুজব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই।
নিজামূল কবীর বলেন, তথ্যের উৎস যাচাইয়ে আধুনিক প্রযুক্তির বহুমুখী ব্যবহার সম্পর্কে তথ্য কর্মকর্তাদের দক্ষতা অর্জন করতে হবে। গুজব প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয় ও সংস্থায় সংযুক্ত তথ্য কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!