বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

পত্রিকা অফিসে হামলা,সাংবাদিক হেনস্তা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:৩২ পিএম

পত্রিকা অফিসে হামলা,সাংবাদিক হেনস্তা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে ডিআরইউর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ইংরেজী পত্রিকা দ্য নিউ এজ সম্পাদক প্রবীণ সাংবাদিক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তা, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ও প্রশাসনিক কর্মকর্তা সোলায়মান হোসাইনের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মামলাপ্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ডিআরইউ।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তৃতা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউর সাবেক সভাপতি শফিকুল করিম, দৈনিক প্রথম আলোর অনলাইন এডিটর শওকত হোসেন মাসুম, ডিআরইউর সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ডিআরইউর সাধারণ সম্পাদক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা। এসব মামলার মাধ্যমে সাংবাদিক সংগঠনকে হয়রানি করার অপচেষ্টা চলছে। দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলা, হয়রানি ও মিথ্যা মামলা গণতন্ত্র এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।
তিনি বলেন, দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা এবং দ্য নিউএজ সম্পাদক নূরুল কবীরকে প্রকাশ্যে হেনস্তার ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। অতীতেও সাংবাদিকদের ওপর ভয়াবহ হামলা হয়েছে, কিন্তু বিচার না হওয়ায় আজ আবারও এমন দুঃসাহস দেখাচ্ছে দুর্বৃত্তরা।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি ৭২ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার, নূরুল কবীরকে হেনস্তাকারী এবং প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউ সব সময় তার সদস্যদের পাশে আছে এবং থাকবে। তিনি প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলাকে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিপন্থী উল্লেখ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ ¯ম্ভ। চাইলেই গণমাধ্যমের কণ্ঠরোধ করা যায় না।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, দেশে গণমাধ্যমে হামলা নতুন নয়। অতীতেও বিভিন্ন সংবাদমাধ্যমে হামলার ঘটনা ঘটেছে। আমরা তখনও সাংবাদিকদের অধিকারের পক্ষে রাস্তায় ছিলাম,এখনো আছি। তিনি দ্রæত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।ছবি-সংগৃহীত

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!