যুক্তরাষ্ট্রের ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (ভিওএ) প্রায় ৫০০ সাংবাদিক ও কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।
ঘোষণায় বলা হয়, প্রতিষ্ঠানটির মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গেøাবাল মিডিয়া মোট ৫৩২টি পদ বাতিল করবে,যার মধ্যে অধিকাংশই ভিওএ’র। ছাঁটাইয়ের পর ভিওএ-তে মাত্র ১০৮ জন কর্মী থাকবে।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ক্যারি লেক এ সিদ্ধান্তকে ন্যায্যতা দিয়ে বলেছেন, ‘এটি ফেডারেল আমলাতন্ত্র কমাতে, সংস্থার সেবা উন্নত করতে এবং মার্কিন নাগরিকদের করের অর্থ সাশ্রয়ে সহায়ক হবে।’ তবে কর্মীদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন, নিউইয়র্ক টাইমসকে দেয়া বিবৃতিতে এ পদক্ষেপকে “অবৈধ” আখ্যা দিয়েছে।
ভিওএ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা, যা টেলিভিশন, রেডিও ও ডিজিটাল মাধ্যমে প্রায় ৫০টি ভাষায় সংবাদ প্রচার করে।
এর আগে জুন মাসে লেক ঘোষণা দিয়েছিলেন ৬৩৯ কর্মীকে বরখাস্ত করা হবে। তবে কাগজপত্রের ত্রুটির কারণে সেই সিদ্ধান্ত স্থগিত হয় এবং কয়েকজন কর্মী আদালতে মামলা করেন। তবে, শেষ পর্যন্ত ছাঁটাইয়ের পদক্ষেপ থামানো যায়নি।
এদিকে সমালোচকরা বলছেন, ভিওএ-কে দুর্বল করার এ প্রচেষ্টা সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং যুক্তরাষ্ট্রের নরম শক্তি বা সফট পাওয়ার প্রয়োগের সক্ষমতাকে ক্ষতিগ্রস্থ করবে। ট্রাম্প প্রশাসন বরাবরই ভিওএকে “ট্রাম্পবিরোধী” ও “উগ্রপন্থি” বলে অভিযোগ করে আসছে।
ভিওএ’র অধিকাংশ সাংবাদিক মার্চ মাস থেকে প্রশাসনিক ছুটিতে রয়েছেন। তবে চলতি গ্রীষ্মে ইসরায়েল-ইরান যুদ্ধ শুরু হলে কিছু ফারসি ভাষাভাষী সাংবাদিককে কাজে ফেরানো হয়। অন্যদিকে মিয়ামি থেকে স্প্যানিশ ভাষায় সম্প্রচারকারী অফিস অব কিউবা ব্রডকাস্টিংয়ের সাংবাদিকদের ওপর এই ছাঁটাই প্রযোজ্য হবে না। ট্রাম্প প্রশাসনের সাংবাদিকদের চাকরিচ্যুতের বিষয় নিয়ে সমালোচনায় মুখর মার্কিন সংবাদপত্রেও।
আপনার মতামত লিখুন :