বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৭ মে) রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বিভিন্ন নথি সংগ্রহ ও তদন্ত শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দুদকের অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পরিচালক রাজু আহমেদ। শনিবার দুপুর ১টার দিকে রাজু আহমেদের নেতৃত্বে দুদকের চার সদস্যের দল বিসিবি কার্যালয়ে অভিযান শুরু করে। তারা বিভিন্ন নথি সংগ্রহ ও বিসিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
দুদুকের অভিযানের মাঝপথে বিসিবিতে আসেন প্রেসিডেন্ট ফারুক। এদিন তাকে ব্যক্তিগত গাড়ি রেখে অন্য এক গাড়িতে করে আসতে দেখা গেছে। ফারুক আহমেদের সঙ্গে কোনো কথা হয়েছে কি না? এ প্রশ্নের জবাবে দুদকের কর্মকর্তা রাজু আহমেদ বলেছেন,“আমরা ব্যাংকিং খাতের ট্রান্সফারের বিষয়ে উনার সঙ্গে কথা বলব। প্রকৃত বিষয় জানার চেষ্টা করব।বিসিবির নানাবিধ আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতির অভিযোগ বিষয়ে তদন্ত করতে আজ বিসিবিতে অভিযান চালাচ্ছে দুদক। এ বিষয়ে সংশ্লিষ্ট নথিসহ আরো তথ্যের জন্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবিতে অবস্থান করছিল দুদকের আভিযানিক দল।
আপনার মতামত লিখুন :