অঢেল সম্পদের মালিক অসীম-অপু। এ যেনো আলাদিন-আওয়ামী লীগের চেরাগ তারাই পেয়েছিল। রাজধানীর ধানমন্ডি-উওরায় ১৬ টি ফ্ল্যাট। এরমধ্যে ধানমন্ডিতে ২টি আর উওরায় ১৪টি। রয়েছে বসুন্ধরায়ও দামী ৫টি দোকান। দুদক সুত্রে জানা গেছে সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অসীম কুমার উকিল এবং সংরক্ষিত আসনের সাবেক এমপি অপু উকিলের নামে রাজধানীর উত্তরার সাত তলা ভবনের জব্দ করা ১৪টি ফ্ল্যাট এবং অপু উকিলের বসুন্ধরা শপিং মলে থাকা পাঁচটি দোকান দেখভালে রিসিভার নিয়োগের আবেদন মঞ্জুর করেছেন আদালত।তাদেও স্বামী-স্ত্রীর এই বিপল পরিমান সম্পদের উৎস নিয়ে মানুষের মধে:্য ব্যাপক সমালোচনার জন্ম দেয় স্বৈরাচার আমলেই। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার মত ব্যবস্থাই ছিল না। অভিযোগ আছে ভারতের নামি-দামি জায়গায়ও কিনেছেন ফ্ল্যাট। সন্তানদের কানাডায় করে দিযেছেন স্তায়ী নিবাস।
অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের মামলায় দুদকের উপপরিচালক খন্দকার নিলুফা জাহান রিসিভার নিয়োগ চেয়ে আবেদন করেন।আবেদনে বলা হয়, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিলের নিজ নামে অর্জিত ধানমন্ডির দুটি ফ্ল্যাটসহ এসব স্থাবর সম্পদ সমূহের ওপর আদালত ১৫ অক্টোবর ক্রোকাদেশ দেন। পরে দেখা যায়, ক্রোককৃত সম্পত্তির মধ্যে ধানমন্ডির দুটি ফ্ল্যাটে তারা বসবাস করেন। বিধায় উত্তরার ১৪টি ফ্ল্যাট এবং বসুন্ধরা শপিং মলের পাঁচটি দোকান দেখভালে আদালতের মাধ্যমে রিসিভার নিয়োগ একান্ত আবশ্যক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আপনার মতামত লিখুন :