প্রায় সাড়ে তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে বাংলাদেশ সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানায়,ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকান্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন মহিউদ্দিন আহমেদ। এসব সম্পদের বৈধতার প্রমাণ দিতে ব্যর্থ হয়ে তিনি পূর্বপরিকল্পিতভাবে ব্যবসার আড়ালে অর্থপাচারেরও চেষ্টা করেন।
তদন্ডে উঠে এসেছে যে,দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মহিউদ্দিন আহমেদ ৪৬ লাখ ৩৭ হাজার ৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে তিন কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও প্রমাণিত হয়েছে।
দুদক সূত্রে আরও জানা গেছে, আসামির ঘোষিত ও গোপন স্থাবর-অস্থাবর সম্পদের বিস্তারিত তালিকা চার্জশিটের সঙ্গে আদালতে জমা দেওয়া হয়েছে। আসামির বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

ডেইলি খবরের সর্বশেষ নিউজ পেতে Google News অনুসরণ করুন।
আপনার মতামত লিখুন :