বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

নাফিজ সরাফত ও তার স্ত্রী-সন্তানের প্লট ফ্ল্যাট জব্দ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মে ২০, ২০২৫, ১০:৪৫ পিএম

নাফিজ সরাফত ও তার স্ত্রী-সন্তানের প্লট ফ্ল্যাট জব্দ

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের ফ্ল্যাট প্লটসহ বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার ২০ মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
চৌধুরী নাফিজ সরাফতের জব্দ হওয়া সম্পদের মধ্যে আছে রাজধানীর গুলশানের ৩৪ নম্বর রোডে ৩০৮৮ বর্গফুটের ফ্ল্যাট, ক্যান্টনমেন্ট বাজার এলাকার ১৩৭০ বর্গফুটের একটি,১৪২০ বর্গফুটের একটি, ১৪৭০ বর্গফুটের একটি, ১৭০০ বর্গফুটের একটি, ভাটারা এলাকায় ১৫০২ বর্গফুটের একটি, নিকুঞ্জ এলাকায় ২১৬০ বর্গফুটের দুটি ও নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকার ১৪৯৬ বর্গফুটের একটি ফ্ল্যাট। 
এ ছাড়া বাড্ডার কাঠালদিয়া এলাকার ১ দশমিক ২৫ কাঠার জমি, গাজীপুরের কালিয়াকৈরে ১০ কাঠা করে দুটি নাল জমি, গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ চালা জমির অর্ধেক, নিকুঞ্জ এলাকার ৪ দশমিক ৯৫ শতাংশের প্লট, পূর্বাচলে ৭ দশমিক ৫০ কাঠার প্লট, গুলশান-২ এলাকার ২০ তলা বিশিষ্ট একটি বাড়ি এবং নিকুঞ্জ এলাকার একটি বাড়ি।
আঞ্জুমান আরা শহিদের জব্দ হওয়া সম্পদের মধ্যে আছে পান্থপথ চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে ১৯৮ দশমিক ৪২ বর্গমিটারের একটি ফ্ল্যাট, গুলশান লিংক রোডের ৪৩০ বর্গমিটারের ফ্ল্যাট, মিরপুর ডিওএইচএসের ২১২২ বর্গফুটের ফ্ল্যাট, বারিধারার একটি ফ্ল্যাট ও ভাটারা এলাকায় ১৫০২ বর্গফুটের ফ্ল্যাটের অর্ধেক। এ ছাড়া নিকুঞ্জ আবাসিক এলাকার তিন কাঠার প্লট, বাড্ডার কাঠালদিয়া মৌজার ১ দশমিক ২৫ শতাংশ নাল জমি ও গাজীপুর সদরবাড়ি মৌজার ৮.২৫ শতাংশ চালা জমির অর্ধেক। চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের জব্দ হওয়া সম্পত্তির মধ্যে আছে বনানীতে তিনটি ও বারিধারায় চারটি ফ্ল্যাট।এদিন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান টিমের প্রধান দুদকের উপ-পরিচালক মো.মাসুদুর রহমান এ আবেদন করেন।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!