সোমবার, ০৬ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

এবার আড়ংয়ের ব্যাগের মূল্য নেয়া বন্ধে লিগ্যাল নোটিশ

ডেইলি খবর ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০১:৩০ পিএম

এবার আড়ংয়ের ব্যাগের মূল্য নেয়া বন্ধে লিগ্যাল নোটিশ

আড়ংয়ের কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করতে কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠান।
নোটিশে তিনি বলেন, আমি আড়ং এর একজন নিয়মিত গ্রাহক। বিগত অনেক বছর যাবত আড়ং হতে কেনাকাটা করে আসছি এবং প্রত্যেক কেনাকাটায় তাদের নিজস্ব লোগো সম্বলিত কাগজের ব্যাগ পেতাম। কিন্তু পরিতাপের  বিষয় সম্প্রতি কেনাকাটার পর মগবাজার আউটলেটে বিল পেমেন্ট করতে গিয়ে জানা যায় প্রোডাক্টের সাথে কোন ধরনের ব্যাগ দেয়া হচ্ছে না।
কারণ হিসেবে জিজ্ঞেস করলে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৫ সাল হতে আড়ং শপিং এর সাথে ব্যাগ দেয়া হয় না। অর্থাৎ কেনাকাটা করলে পূর্বে কাগজের যে ব্যাগ ফ্রিতে পাওয়া যেত সেই কাগজের ব্যাগ গুলোই এখন টাকা দিয়ে কিনতে হবে এবং বিল পেমেন্ট বুথে "আপনার প্রিয় আড়ং ব্যাগ এখন আরও অর্থবহ" এরূপ ভাবে একটি লিফলেট দিয়ে গ্রাহকদের জানানো হচ্ছে আড়ং শপিং ব্যাগের উপর সীমিত চার্জ প্রযোজ্য এবং ব্যাগ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় করা হবে স্থানীয় গাছ লাগানোর প্রকল্পে সবুজ এবং টেকসই উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিজ্ঞাপন সম্বলিত এরূপ হীন মানসিকতার বিজ্ঞাপন আড়ংয়ের মত আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে কোনভাবেই কাম্য নয়। 
সবুজায়নের এরূপ উদ্যোগকে বাংলাদেশের মানুষ সাধুবাদ জানায় তবে সেটা আড়ং পণ্য বিক্রয়ের লাভ থেকে করলে আড়ং প্রশংসিত হবে এবং অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানও এসব বিষয়ে সচেতন হবে। এরূপ নিম্নমানের কাগজের শপিং ব্যাগ গ্রাহকদের কাছ থেকে মূল্য নিয়ে তা দিয়ে পরিবেশ রক্ষার কথা বলা একধরনের চাঁদাবাজি, জোরপূর্বক আদায় এবং অসাধু ব্যবসায়িক মানসিকতার পরিচয় বহন করে।
নোটিশে আরও বলা হয়, আড়ং দেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটা। আড়ং এ দেয়া ব্যাগ যা বর্তমানে মূল্য বসিয়ে বিক্রি করছে সেই কাগজের মান অত্যন্ত নিম্ন মানের। ব্যাগগুলো রিসাইকেল পেপার, অর্থাৎ এ কাগজ গুলো একবার ব্যবহৃত হওয়ার পর মেশিনের মাধ্যমে প্রসেসিং করা হয় এবং দ্বিতীয় বার ব্যবহার উপযোগী করা হয়। কিন্তু রিসাইকেল এই কাগজগুলো দিয়ে বানানো ব্যাগ কেনাকাটার পর বাসায় আসার পর পরই ব্যবহারের অনুপযোগী হয়ে পরে। সুতরাং এ মানের কাগজের ব্যাগগুলো টেকসই না হওয়ার কারণে মূল্য দিয়ে আড়ং থেকে কিনতে হবে এ বিষয়টা সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং বিশাল গ্রাহক গ্রুপের জন্য এক ধরনের হতাশার সৃষ্টি।
ব্যাগে মূল্যে সংযোজন করার পূর্বে আড়ং এর ব্যাগের আধুনিকতা এবং সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটলে ক্রেতার/ভোক্তা তা মূল্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতো কিন্তু আড়ং ব্যাগে রয়েছে আড়ং ব্র্যান্ডে লোগো। অর্থাৎ একজন ক্রেতা টাকা দিয়ে ব্যাগ কিনবে তা আবার আড়ংয়ের লোগো ব্যবহৃত হবে, সৃজনশীলতার কোন ছাপ না রেখে ক্রেতাকে এরূপভাবে একপ্রকার বাধ্য করা এবং প্রতিষ্ঠানের এরূপ প্রচারণা অনৈতিক। সম্প্রতি আড়ংয়ে জবঁংধনষব ঋধনৎরপ ইধমং নামে এক ধরনের শপিং ব্যাগের প্রচারণা শুরু করেছে যা অতি চওড়া মূল্য দিয়ে কিনতে হয়।ব্যাগগুলোর সাইজ এমন মাপের যাতে শুধুমাত্র একটি পণ্য নেয়া যাবে, অর্থাৎ কোন গ্রাহক যদি একের অধিক পণ্য ক্রয় করে তার জন্য উচ্চমূল্য দিয়ে তাকে একের অধিক ব্যাগ ক্রয় করতে হবে। যা আমাদের মতো সাধারণ আয়ের দেশের মানুষদের জন্য এক ধরনের চাপ সৃষ্টি। এ ধরনের ব্যাগ সংস্করণের আগে আড়ং গ্রাহকদের মতামতের একটি জরিপ পরিচালনা করা যেতে পারতো। বর্তমানে আড়ংয়ের বিভিন্ন আউটলেটে এবং সোশাল মিডিয়াতে এ বিষয়ে গ্রাহকদের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটছে।
আড়ং এই ব্র্যান্ড আমাদের সবার পছন্দের তালিকার শীর্ষে। পরিবারের অনেক ধরনের কেনাকাটা থেকে শুরু করে, কাউকে উপহার দেয়ার জন্য আড়ং সবার কাছে একটি নির্ভর যোগ্য প্রতিষ্ঠান। আড়ং কাগজের এই শপিং ব্যাগ টেকসই নয় তাই কোনরূপ সৃজনশীলতার ছাপ না রেখে এধরনের ব্যাগ মূল্য দিয়ে কেনা বন্ধ করে,ফ্রিতে দিতে হবে। আড়ংয়ের এ ধরনের কার্যক্রম কোনোভাবেই পরিবেশ সচেতনতার বহিঃপ্রকাশ নয়; বরং এটি সরাসরি এক ধরনের অযৌক্তিক ব্যবসা ও গ্রাহকদের সঙ্গে প্রতারণা। এ ধরনের সপ্তা মানসিকতা, স্বেচ্ছাচারিতা আড়ংয়ের মতো ব্র্যান্ডের কাছে থেকে অপ্রত্যাশিত এবং দুঃখ জনক।
নোটিশ পাওয়ার ১০ (দশ) দিনের মধ্যে ব্যাগের বিপরীতে মূল্য নেওয়া বন্ধ না করলে বেআইনি কর্মকান্ডের বিরুদ্ধে উপযুক্ত আদালত ও কর্তৃপক্ষের বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অভিযোগ দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!