বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ১১:১০ পিএম

সাবেক সচিব প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট

দেশের আলোচিত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সাবেক সচিব  ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (৩ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক জানায়, ড. প্রশান্ত কুমার রায় দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ২০ লাখ ৯৩ হাজার ৩৫১ টাকা মূল্যের সম্পদ গোপন করেছেন এবং মিথ্যা তথ্য প্রদান করেছেন। পাশাপাশি তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭৭ লাখ ৫৩ হাজার ৭৬৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন।
দুদকের তদন্তে জানা গেছে, তিনি নিজের ও মেয়েদের নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্জিত মোট ১৮ কোটি ৫৩ হাজার ৭১৯ টাকা জমা করেছেন এবং পরে ওই অর্থ উত্তোলন বা স্থানান্তর করেছেন। এসব অভিযোগের ভিত্তিতে ড. প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।ফাইলছবি

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!