শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ লুট করেছে ৮৫৭ কোটি টাকা

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০৭:১৭ পিএম

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ লুট করেছে ৮৫৭ কোটি টাকা

এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ  গ্রাহকদের ৮৫৭ কোটি টাকা লুট করেছে। একে আত্মসাৎ বলা হচ্ছে। আর এ অর্থ তিনি বিদেশে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ওই এক্সিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফিরোজ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।এতে মানুষ খুশি হয়নি। রাগ করেছেন গ্রাহকেরা। তাদের বক্তব্য সিঁধ কাটা চোর ধরে নির্যাতন করা হলেও শিক্ষিত এসব ব্যাংক ডাকাতরা ধরা পরলেও আরাম-আয়াশেই দিনযাপন করে। গ্রেপ্তারকৃত ফিরোজকে আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ জামিন না দিয়ে জেলহাজতে প্রেরণের আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
গ্রাহকদের শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আজ বিকেলে ফিরোজ হোসেনকে আদালতে হাজির করে দুদক। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে ফিরোজের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। দুদকের বিশেষ পিপি দেলোয়ার জাহান রুমি তাঁর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজের নেতৃত্বে একটি দল সাবেক এই এমডি ফিরোজকে গ্রেপ্তার করে।
এক্সিম ব্যাংকের ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে গত ১৭ আগস্ট ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও এমডি ফিরোজ হোসেনসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!