বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির তানভীরকে দুদকে তলব

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৫:৫৪ পিএম

সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস, পিও এবং এনসিপির তানভীরকে দুদকে তলব

অন্তর্বতী সরকারে বিভিন্ন মন্ত্রনালয়ে তদবির বাণিজ্য, চাঁদাবাজি ও টেন্ডার বাণিজ্যসহ নানা অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবি ছাড়াও উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরমধ্যে তুহিন ফারাবিকে ২০ মে, গাজী সালাউদ্দিনকে ২১ মে এবং সাবেক এপিএস মোয়াজ্জেমকে ২২ মে দুদকে তলব করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পৃথক তিনটি চিঠিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে।গত ২১ এপ্রিল এক প্রজ্ঞাপনে এপিএসের পদ থেকে মোয়াজ্জেমকে অব্যাহতি দেয়ার কথা জানানো হয়। তবে এর পরদিন (২২ এপ্রিল) সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়,পদত্যাগের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেমকে অব্যাহতি দেয়া হয়েছে। এরপর থেকে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগ সামনে আসে, প্রকাশ্যে আসে নানা গুঞ্জনও। পরবর্তীতে এসব বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের অনুরোধ জানিয়েছেন বলে গণমাধ্যমকে জানান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ উঠলে গত ২১ এপ্রিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেয়া হয়। এছাড়া দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও অব্যাহতি দেয়া হয়।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!