শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৪, ১১:১০ এএম

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬


রাজধানীর ভাসানটেকের একটি বাসায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। ১২ এপ্রিল শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে তাদেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। জানা গেছে রাজধানীর নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩নং এল পশ্চিম ভাসানটেকের দ্বিতীয় তলার বাসার নিচতলার একটি রুমে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-শাশুড়ি মেহেরুন্নেছা (৮০), পুত্রবধূ সূর্য বানু (৩০), তার সন্তান সুজন (৮), লামিয়া (৭), লিজা (১৮) এবং তাদের বাবা মো. লিটন (৫২)। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানিয়েছে, সূর্য বানু ৮২ শতাংশ, লামিয়া ৫৫ শতাংশ, মো. লিটন ৬৭ শতাংশ, লিজার ৩০ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ ও মেহরুন্নেসার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।
 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!