বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

মাউশির সাবেক ডিজি ফাহিমার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০৮:৫২ পিএম

মাউশির সাবেক ডিজি ফাহিমার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ

এবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক (ডিজি) ফাহিমা খাতুনের দুর্নীতির সন্ধান পেয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পরিপ্রেক্ষিতে তার সম্পদের বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক।
মঙ্গলবার (৭ অক্টোবর) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক মহাপরিচালক বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ২ হাজার ৬০১ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার প্রমাণ পাওয়া যায়।
তিনি আরও বলেন, ফাহিমা খাতুনের নামে-বেনামে আরও সহায় সম্পত্তি থাকতে পারে বিধায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারামতে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন প্রদান করা হয়। উল্লেখ্য-ফাহিমা খাতুনের ভাই এডভোকেট কামরুল ইসলাম ও তার স্বামী সর্বশেষ রাতের ভোটের এমপি ও সাবেক গণপূর্তমন্ত্রী আনম মুক্তাদীর চৌধুরী।

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!