মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১

বেনজীরের জমি জিম্মায় নিল বান্দরবান জেলা প্রশাসন

আইন-অপরাধ ডেস্ক

প্রকাশিত: জুলাই ৪, ২০২৪, ০৫:২২ পিএম

বেনজীরের জমি জিম্মায় নিল বান্দরবান জেলা প্রশাসন

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ জমি বান্দরবান জেলা প্রশাসনের জিম্মায় নিয়েছে প্রশাসন। জিম্মায় নেওয়ার বিষয়টি বান্দরবান জেলা প্রশাসন নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জেলার সুয়ালক ইউনিয়নে তার স্ত্রী, কন্যা ও নিজের নামে কেনা ২৫ একর জমি এ জিম্মায় নেওয়া হয়। বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানে বেনজীরের অবৈধ জায়গা জমি নিয়ে তদন্ত করার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি জিম্মায় নেওয়া জমি দেখভালের জন্য একটি রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।
পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে জমি ক্রয় করার পাশাপাশি দখল করে নিয়েছেন অনেক দরিদ্র পরিবারের জমিও। এসব জমিতে গড়ে তুলেছেন বিভিন্ন প্রজাতির বৃক্ষের বাগান, মাছের ঘের, গরুর খামারসহ আলিশান বাগান বাড়ি। দুদকের অভিযানের পর বেরিয়ে এসেছে এসব তথ্য।

 

 

ডেইলি খবর টুয়েন্টিফোর

Link copied!